আমার ভুল হয়ে গেছে প্রিয় – রাজলক্ষী ও শ্রীকান্ত Lyrics
গান : আমার ভুল হয়ে গেছে প্রিয় গায়ক : তিমির বিশ্বাস লিরিক্স : অনির্বান দাস
আমার ভুল হয়ে গেছে প্রিয় আমায় ক্ষমা করে দিও আমার রুক্ষ পথের পাশে ছায়াবন একে নিও কাঁধে মাথা রাখা রোদ্দুর ঠোঁটে জিভ ছোঁয়ানো দুপুর এতো আলো এতো মায়ায় আমায় ক্ষমা করে দিও আমার ভুল হয়ে গেছে প্রিয় আমায় ক্ষমা করে দিও এই কান্না চাপা রাতে ভেজা কনকচাঁপা হাতে কালো আঁধারে মিলিও আমায় করে ক্ষমা করে দিও দেখো শহুরে এই বাঁচা মৃত দোয়েল পাখির খাঁচা আলগোছে চোখ সরিও আমায় ক্ষমা করে দিও