চলে গেছো তাতে কি ( নিউ ভার্সন ) লিরিক্স – সাইফ যোহান
Chole Gechho Tate Ki ( New Version ) Lyrics - Chole Gechho Tate Ki ( New Version ) is covered by Saif zohan. For More New Bangla Songs Lyrics, Follow our folk studio bangla's Lyrics page. গান : চলে গেছো তাতে কি ( নিউ ভার্সন ) গায়ক : সাইফ জোহান লিরিক্স : সাইফ জোহান
চলে গেছো তাতে কি ভালবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়নায় চলে গেছো তাতে কি ভালবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়নায় লোকে আমারে শুধায় ভালবাসা কারে কয় বলোনা???? লোকে আমারে শুধায় ভালবাসা কারে কয় বলোনা???? হাসতে কেনো তুমি শেখালে আমায় কেনইবা বলো কাদালে? কেনো করেছিলে এতোটা আপন যদি হারাবে আড়ালে... আজ সব স্মৃতি কি বলো হয়ে গেছে শেষ বলোনা???? কেনো হঠাৎ এসে পাশে দাড়িয়ে.. ধরেছিলে এই হাত... জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে.. একাকি আমার এই রাত.... আজ সব চাওয়া কি বলো ফুরিয়ে গেছে বলনা???? বলেছিলে এক আকাশে উড়বো আজীবন চুপি চুপি হবে আলাপন হাতে হাত রেখে কাটাবো জীবন কথা হবে অকারণ... আজ সব কথা কি বলো হয়ে গেছে শেষ বলোনা???
তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে – লিরিক্স