ক্ষ্যাপা শিব লিরিক্স – পূজার গান
গান : ক্ষ্যাপা শিব
ব্যান্ড : দি ফোক ডায়েরিজ
সুর ও কথা : প্রবীর মহাপাত্র
মাকে যাতে দিবো না কৈলাশে ফিরে আর
ক্ষ্যাপা শিব শিব কেন লিতে আলে
বর্ষা ফুরাইল আইলো কামরাঙা দিন
কেন লিতে আলে
এ বছর ধান হবেক নাই ধান পারি নাই লাগাইতে
গতোর আছে না হোক ফসল পাৰিব খাওয়াতে
তুমি শশানে মশানে ঘোরো জাইনবে কি করে?
জানো নাইতো বাপের ঘর কি , থাকো সিদ্ধির ঘরে
তোমার মাথায় জটা গলায় সাপ ভুত পুশ ঘরে
আমার বিটি মরে বাঘ ছাল আর এঁরা গরুর ডরে
Click here for more Bangla Songs Lyrics
Comments are closed here.