করোনা আক্রান্ত হয়ে নায়িকা কবরীর মৃত্যু

বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা কবরী সারোয়ার আর নেই। করোনা আক্রান্ত হয়ে আজ রাত ১২:৩০ মিনিটের দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বাঁশখালীতে জন্ম হওয়া কবরীর শৈশব ও কৈশোর কাটে চট্টগ্রামে । তার আসল নাম মিনা পাল৷ পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল৷ ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে প্রথম আবির্ভাব ঘটে তার।

সুভাষ দত্তের সুতরাং ছবির মধ্যে দিয়ে ১৯৬৪ সালে সিনেমার পর্দায় অভিষেক ঘটে এই নায়িকার। এছাড়াও রাজনীতিতেও যুক্ত ছিলেন গুণী এই নায়িকা। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘসময়। তার অভিনীত অসংখ্য ছবির মধ্যে সাত ভাই চম্পা, আবির্ভাব, রংবাজ, সারেং বৌ, নীল আকাশের নিচে ও সুজন সখি অন্যতম।

Comments are closed here.

error: দয়া করে কপি করবেন না !!