অবশেষে প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর সন্তানের ছবি

অবশেষে সামনে এলো এলো শাকিব-বুবলীর সন্তানের ছবি। তথ্যমতে জানা যায় তাদের সন্তানের বয়স আড়াই বছর। সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান।

এর আগে বুবলি ফেসবুক পেজে তার গর্ভে সন্তান থাকাকালীন একটি ছবি পোস্ট করলে ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়। অনেকের মতে শাকিব খানের প্রথম সন্তানের জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাস ছবি শেয়ার করতে হিংসার বশবর্তী হয়েই এমনটি করেন বলে ধারণা। তবে এ বিষয়ে শাকিব বা বুবলি কেউই মুখ খোলেননি। ধারণা করা যায় আজ সংবাদ সম্বেলনের মাধ্যমে পুরো বিষয়টি জানাবেন বুবলি নিজেই। তবে তার আগেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়লো শাকিব-বুবলীর সন্তানের ছবি।
বিশ্বস্ত সূত্রে জানা যায় , কাজী হায়াতের বীর ছবির শুটিং চলাকালীন সময় এই দুই নায়ক নায়িকার ঘনিষ্টতা হয়। এবং গর্ভবতী হয়ে বুবলি ও শাকিব আমেরিকা পারি জমান। সন্তানের জন্মদান সেখানেই করেন। তবে পুরো বিষয়টি এখনো অস্পষ্ঠ সকল ভক্তদের কাছে।
Comments are closed here.