বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত আত্মহত্যায় মৃত্যু

sushant singh rajput death
অভিনেতা সুশান্ত সিং রাজপূত

বলিউডের সনামধন্য অভিনেতা সুশান্ত সিং রাজপূত আর নেই। মাত্র ৩৪ বছর বয়সে মুম্বাইর বান্দ্রায় নিজ বাসায় আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা। লকডাউনে তিনি একাই থাকতেন নিজ বাসায়। তবে এমন সফল অভিনেতার হঠাৎ এই মৃত্যু কেউ ই মেনে নিতে পারছেন না। ধারণা করা হয় , তিনি আত্মহত্যা করেন গতকাল রাতে, কিন্তু আজ দুপুর পর্যন্ত কোনো সারা শব্দ না পাওয়ায়, রবিবার দুপুরে তাকে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য,মাত্র ৫ দিন আগে তার প্রাক্তন ম্যানেজার দিশা ১৪ তলা থেকে পরে মৃত্যুবরণ করেন। তবে সেটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেটা এখনো নিশ্চিত নয় পুলিশ।

২০১৩ সালে কাই পো চে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর পিকে, এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্শি, রাবতা, কেদারনাথ সহ অসংখ্য হিট ছবির নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপূত ।

তার অভিনীত সর্বশেষ সিনেমা ” ছিচোরে ” এর মূল মেসেজ ছিল , জীবনে কখনো হেরে যেতে নেই , সুইসাইড কখনো কোনো সসমস্যার সমাধান হতে পারেনা। সেই অভিনেতার এমন চলে যাওয়া মেনে নেয়া কষ্টকর তার সকল ভক্তদের জন্য।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার যে ছবি দেখলে কেঁদে উঠবেন ভক্তরা

Leave a comment

error: দয়া করে কপি করবেন না !!